Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনাকালে নির্যাতিত হয়ে, শূন্য হাতে দেশে ফিরেছেন ৪৬ হাজার নারীকর্মী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:৪৫ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০, ০৮:৪৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র ও বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন (বমসা) বলছে, প্রবাসে যারা গৃহকর্মীর কাজ করেন, করোনাকালে তাদের ওপর কাজের চাপ যেমন বেড়েছে, নির্যাতনও বেড়েছে। অনেক নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। অনেকে নিয়মিত খাবার পাননি। অনেকে কাজ হারিয়েছেন। তারা দেশে ফিরে আর্থিক ও মানসিকভাবে চাপে পড়েছেন।

করোনা মহামারিতে নির্যাতিত হয়ে, করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে, জেল খেটে ও মানসিক অসুস্থতা নিয়ে শূন্য হাতে দেশে ফিরেছেন প্রায় ৪৬ হাজার প্রবাসী নারীকর্মী।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শুধু সৌদি আরব থেকেই ফেরত এসেছেন ২০ হাজার ২৩৮ জন নারী। আরব আমিরাত থেকে ফিরেছেন ১০ হাজার ৪৬১ জন, কাতার থেকে ৪ হাজার ৩২৮ জন, লেবাবন থেকে ২ হাজার ৮০৩ জন ও জর্ডান থেকে এক হাজার ৮৭৬ জন।

নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম গণমাধ্যমকে জানান, বিদেশে যাওয়া নারীদের একটা বড় অংশ তালাক পেয়েছেন। দেশে ফিরেও তারা এখন আর কোনো কাজ পাচ্ছেন না। এসব নারীকে পুনর্বাসনের জন্য সরকার বিশেষ ঋণ চালু করেছে।  তাদের প্রশিক্ষণ দিয়ে প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। নারী শ্রমিক কেন্দ্র এ ক্ষেত্রে ঋণের জামিনদার হবে।

Bootstrap Image Preview