Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুধের শিশুকে বাঁচাতে জীবন দিলেন মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ০৬:০৬ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০, ০৬:০৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বিডিমর্নিং ডেস্কঃ দুই মাসের শিশুপুত্রকে কোলে নিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এক গৃহবধূ। এ দুর্ঘটনায় মায়ের মৃত্যু হলেও ভালো আছেন বুকে আগলে রাখা শিশু।

আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের বড় জামালপুর তালেবের চাতাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী বেগম সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে রমজান আলী তার স্ত্রী সাথী বেগম ও দুই ছেলেকে মোটরসাইকেলে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বড় জামালপুরের তালেবের চাতাল এলাকায় একটি অটোভ্যানকে জায়গা ছেড়ে দিতে গেলে সাথী বেগম কোলের শিশু সোয়ান (২ মাস) ও আরেক ছেলে সিয়াম মিয়াকে (১১ বছর) নিয়ে ছিটকে রাস্তায় পড়েন যান। সন্তানদের বাঁচানোর চেষ্টা করেন সাথী বেগম। তখন রাস্তার পাশে থাকা একটি ইট ভাঙ্গা মেশিনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন সাথী। এরপরে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় নিহত সাথী বেগমের স্বামী রমজান আলী ও দুই ছেলে ভালো আছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার আগেই সাথী বেগমের মৃত্যু হয়েছে।

Bootstrap Image Preview