Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘বন্ধু রাষ্ট্রের অসহায় ক্যাপ্টেন বিরাট কোহলিকে ঢাকায় আশ্রয় দেয়ার অনুরোধ’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০, ০৪:২৯ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০২০, ০৪:২৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ বর্তমান বাস্তবতায় রাজনৈতিক আশ্রয়ের পাশাপাশি নতুন ধরনের ‘আশ্রয়’ নিয়ে ভাবা প্রয়োজন। এমনটি মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ভক্তরা। ঢাকায় তার একদল ভক্ত ইতিমধ্যে সরকারের কাছে এমন আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। ভক্তরা আবেদনের একটি খসড়াও প্রস্তুত করেছেন।

‘বন্ধু রাষ্ট্রের অসহায় ক্যাপ্টেন বিরাট কোহলিকে ঢাকায় আশ্রয় দেয়ার অনুরোধ’ শীর্ষক ওই আবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন সম্প্রতি তার তুমুল জনপ্রিয়তা হারিয়ে যেন ধপাস করে মাটিতে পড়েছেন। এই ব্যর্থতার ফলে তার স্ত্রী আনুশকাও তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে কোহলি ঘরে থাকতে পারছেন না। আবার বাইরেও যেতে পারছেন না। ঘরের বাইরে বের হলেই তার ওপর পচা ডিম নিক্ষেপ করা হবে। এজন্য পচা ডিম ভর্তি ট্রাক নিয়ে তার বাড়ির সামনে অপেক্ষা করছেন একদল ‘আনুশকা হেটার্স’।

এই আনুশকা হেটার্সদের সাফ কথা, বিরাট ভালই ছিলেন। কিন্তু ড্রিম গার্লের প্রেমে পড়ে নিজের ও দেশের সর্বনাশ করেছেন। সুন্দরী আনুশকা এখন অন্তঃসত্ত্বা। এজন্য দ্রুত ঘরে ফিরতেই কোহলি অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেন। অল্প সময়ে খেলা শেষ করে ঘরে ফিরতে আনুশকা তাকে আদেশ দিয়েছিলেন বলে অভিযোগ তাদের।

কিন্তু আনুশকার এমন আদেশ ফাঁস হয়ে যাবে তা হয়তো বুঝতে পারেননি দু’জনের কেউ। বিরাটের বিপত্তিটা বেঁধেছে এখানে। ভারতীয় নেটিজেনরা ফাঁস করে দিয়েছেন, ‘আনুশকার সন্তান হবে, এজন্য কোহলি দ্রুত বাসায় ফিরতে খেলা শেষ করে দেন।’

আনুশকা হেটার্সদের এই খবর ভারতীয় গণমাধ্যম ফলাও করে প্রচার করেছে। কী করে এই তথ্য ফাঁস হল তা নিয়ে কোহলিকে সন্দেহ করছেন আনুশকা। তার সন্দেহ, কোহলি নিজে বাঁচাতে স্ত্রীকে কোরবান দিয়েছেন। ফলে এখন ঘরে-বাইরে কোথাও স্থান হচ্ছে না বিরাটের। নামে বিরাট হলেও এখন থাকে থাকতে হচ্ছে বেশ ছোট হয়ে।

খসড়া আবেদনে কোহলি ভক্তরা লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে কোহলিকে ঢাকায় আশ্রয় নিয়ে মানবিকতার দৃষ্টান্ত রাখার সুযোগ হয়েছে। এজন্য প্রয়োজনে ‘খেলাশ্রয়’ (খেলায় হেরে বিপাকে পড়াদের আশ্রয়) নামে নতুন আইন করতে হবে।

কোহলি ভক্তরা বলছেন, যদিও ইতিপূর্বে তার দেশ বাংলাদেশকে বারবার কটাক্ষ করছে। তবে বাংলাদেশ সবার সঙ্গে সমান বন্ধুত্বে বিশ্বাস করে। ‘কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা ব’লে কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পায়?’

তাছাড়া ভারতীয়রা ইতোমধ্যে তাদের কার্যক্রমের কারণে চতুর্দিকে শত্রু দ্বারা বেষ্টিত হয়ে পড়েছে। তাদের পশ্চিমে চির শত্রু পাকিস্তান, দক্ষিণ-পূর্বে নেপাল ও ভুটান। এই দুই দেশও সম্প্রতি ভারতের প্রতি আগ্রাসী আচরণ দেখাচ্ছে।

এছাড়াও তারা খেলার মতো আনন্দদায়ক বিষয়কে অনেক সময় অন্যের জন্য অপমানজনক করে তোলে। তাদের কাছে কেউ হারলে তারা মওকা মওকা বানায়। আবার বাংলাদেশি খেলোয়াড়দের নিয়েও বিষোদ্গার করে। তবে বাংলাদেশের উচিৎ ভারতীয়দের ক্ষমা করে কোহলিকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করা।

Bootstrap Image Preview