Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিমার মুখ আগুনে ঝলসে মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০, ০১:১৯ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০২০, ০১:১৯ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালপাড়া গ্রামের রাধাগোবিন্দ মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করে অলঙ্কার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার (২০ ডিসেম্বর) রাতে কোনও একসময়  এ ঘটনা ঘটে।

মন্দিরের দায়িত্বে থাকা গোপাল পাল জানান, সোমবার সকালে এলাকার ভক্তবৃন্দরা মন্দিরে প্রণাম করতে এলে মন্দিরের ভেতরে গৌর-নিতাইর দুটি প্রতিমা ভাংচুর অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি আমাদের জানান। আমরা মন্দিরে গিয়ে দেখতে পাই দুটি প্রতিমা ভেঙে ফেলে রাখা হয়েছে। পাশে রাধা-কৃষ্ণ প্রতিমার মুখমণ্ডল আগুনে ঝলসানো রয়েছে।

এ সময় গৌর-নিতাই প্রতিমার কপালে থাকা দুটি স্বর্ণের টিপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশকে জানাই। এর আগেও দুইবার এ মন্দিরে এ ধরনের ঘটনা ঘটেছে।

এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।

ওসি সিরাজুল ইসলাম বলেন, এটা কোনও সাম্প্রদায়িক ঘটনা নয়। এর আগেও এই মন্দিরে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিমায় থাকা স্বর্ণের অলঙ্কার চুরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে।

Bootstrap Image Preview