Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলতি মাসেই এইচএসসির ফল প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


চলতি বছরেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম।

আমিরুল ইসলাম বলেন, চলতি বছরের ডিসেম্বর মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আশা করা হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের আমরা সবাই কাজ চালিয়ে যাচ্ছি।’

গত ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, ‘এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করতে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রাধান্য দিয়ে এবারের এইচএসসি-সমমানের পরীক্ষার ফল দেওয়া হবে।’

করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় সেই বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে, যা এখনও চলমান। সেজন্য গত ১ এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

Bootstrap Image Preview