Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

করোনা টিকায় অগ্রাধিকার পাবে প্রবাসী কর্মীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৮ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ করোনার প্রকোপ থেকে বাঁচতে নতুন বছরের শুরুতেই করোনার টিকা পাওয়ার আশায় আছে বাংলাদেশ। করোনা ভ্যাকসিন প্রদানে অগ্রাধিকার তালিকায় বিদেশগামী প্রবাসী কর্মীদের রাখতে এবং বিনামূল্যে তাদের করোনা পরীক্ষার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। এজন্য স্বাস্থ্যমন্ত্রীকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠিও দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।

হাসান আহমেদ চৌধুরী কিরন বিদেশগামী কর্মীদের করোনা ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় রাখা ও বিনামূল্যে করোনা পরীক্ষার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে এই ব্যাপারে উদ্যোগ নেয়ার কথা বলেন মন্ত্রী।

পরে প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রবাসী কর্মীদের উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়ে বলেন, করোনার কারণে বিভিন্ন দেশে আটকে থাকা শ্রমিকদের সেখানেই প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর ফলে, তারা দক্ষতা অনুসারে সেদেশে বিভিন্ন কাজে যুক্ত হতে পারবে।

এখন থেকে বিদেশে কর্মী পাঠাতে শ্রমিকদের দক্ষ করে তোলার বিষয়টিকেই সবচেয়ে বেশী গুরুত্ব দেয়ার কথাও বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। এছাড়া কর্মী পাঠাতে স্বচ্ছতার জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ডাটাবেজ করা হচ্ছে বলেও জানান মন্ত্রী।

Bootstrap Image Preview