Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লজ্জার রেকর্ড, ৩৬ রানেই গুটিয়ে গেলো ভারত ইনিংস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২০, ০৩:০১ PM
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০, ০৩:০২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


অ্যাডিলেডে প্রথম টেস্টের তৃতীয় দিনে দলীয় মাত্র ৩১ রানে ৯ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে এক লজ্জার রেকর্ড গড়েছে বিরাট কোহলির দল। দলটি গুটিয়ে যায় মাত্র ৩৬ রানে। ভারতের কোনো ব্যাটসম্যান দুই সংখ্যায় পৌঁছাতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৯ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল।

ম্যাচের ২২তম ওভারে কামিন্সের বলে বাম হাতে চোট পেয়ে মোহাম্মদ শামি মাঠ ছাড়লে শেষ পর্যন্ত ৩৬ রানে ৯ উইকেটের বিনিময়ে থামে ভারতের ইনিংস। টেস্ট ইতিহাসের না হলেও ভারতের নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড এটি।

কোনো ব্যাটসম্যান দুই সংখ্যায় পৌঁছাতে পারেনি, এমনটা এ নিয়ে দ্বিতীয়বার দেখল টেস্ট ক্রিকেট। এরআগে ১৯২৪ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১১ ব্যাটসম্যান আউট হয়েছিলেন এক অঙ্কে।

মূলত অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড এর বিধ্বস্ত বোলিংয়ে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন। যথাক্রমে তারা নিয়েছেন ৪ উইকেট ও ৫ উইকেট।

প্রথম ইনিংসে ২৪৪ রানে অলআউট হয় ভারত। জবাবে অজিরা প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গেলে ৫৩ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৬ রান করায় ৮৬ রানের টার্গেট পেয়েছে অস্ট্রেলিয়া।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান অলআউট হওয়া ছিল ভারতের এক ইনিংসে সর্বনিম্ন স্কোর।

Bootstrap Image Preview