Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জর্ডান ১২ হাজার শ্রমিক নেবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৩২ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০, ১০:৩২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


জর্ডান আগামী দুই মাসের মধ্যে অর্থ্যাৎ ২০২১ সালে প্রায় ১২ হাজার শ্রমিক নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শুক্রবার (১৮  ডিসেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০’ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লাখ কর্মী ফেরত এসেছে। এভাবে ফেরত আসা অব্যাহত থাকলে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে। তাই শ্রমবাজার খুললেই তাদের ফের বিদেশে পাঠানো হবে।’

তিনি বলেন, ‘যারা ফেরত এসেছে তাদের জন্য সহজ শর্তে ঋণ এবং চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য ৭০০ কোটি টাকা বরাদ্দ এবং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে।’

ইমরান আহমদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে যেসব শ্রমিক আটকে পড়েছে পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

Bootstrap Image Preview