Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ক‌রোনা নিয়ন্ত্রনে আ‌ছে: স্বাস্থ্যমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:২০ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ০৯:২০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বাংলা‌দে‌শে ক‌রোনা নিয়‌ন্ত্রনে আ‌ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জা‌হিদ মা‌লেক।

তিনি আরও বলেছেন, ‘এই মহামারির সময়ে ‌পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন হ‌য়ে‌ছে। করোনা ‌নিয়ন্ত্রনে ব‌লইে‌ দে‌শের অর্থনী‌তি সচল আ‌ছে। সব কাজ চলমান, সমস্ত উন্নয়ন কাজ চলমান।’

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বি‌কে‌লে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া চামু‌টিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মাঠে সাটু‌রিয়া জি‌সি নয়া‌ডি‌ঙ্গি জি‌সি ঢাকা আ‌রিচা ন‌্যাশনাল হাইও‌য়ে ভায়া ম‌হিশা‌লোহা রাস্তা নির্মাণ উদ্বোধন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী।

ম‌ন্ত্রী আ‌রও ব‌লেন, ‘প্রধান মন্ত্রী শেখ হা‌সিনার পরাম‌র্শে ক‌রোনা নিয়ন্ত্রন ক‌রে বাংলা‌দেশ পৃ‌থিবী‌তে দৃষ্টান্ত স্থাপন কর‌ছে। ‌দে‌শে ক‌রোনা নিয়ন্ত্রনে ব‌লে যেখা‌নে পা‌শের দে‌শে এক লক্ষ লোক মারা গে‌ছে, সে খা‌নে বাংলা‌দে‌শে মারা গে‌ছে ৭ হাজার লোক।’

Bootstrap Image Preview