Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুগল প্লে স্টোরে ‘সেলফি উইথ হিরো আলম’ অ্যাপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


গুগল প্লে স্টোরে সেলফি উইথ হিরো আলম’ অ্যাপটি আলোচনায় এসেছে। এরই মধ্যে হিরো আলমের অ্যাপটি ৫ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে।

গুগল প্লে স্টোরে গিয়ে Selfie With Hero Alom লিখেই অ্যাপটি ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য, হিরো আলম নামে তিনি পরিচিতি পেলেও তার আসল নাম আশরাফুল আলম সাঈদ। শুরুতে তিনি বিভিন্ন জনপ্রিয় গানের ভিডিও নির্মাণ করে ভাইরাল হন। এরপর তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন।

২০১৮ সালে হিরো আলম একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তুমুল আলোচিত হন।

হিরো আলম ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মা আশরাফুন বেগম। প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসায় নামেন।

ক্যাবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে গানের ভিডিও নির্মাণ শুরু করেন হিরো আলম।

হিরো আলমের ইউটিউবে আপলোড করা গানের ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে উঠেন।

বর্তমানে হিরো আলম গানও গাইছেন। অন্যদিকে ইউটিউব ভিত্তিক প্রচারিত নাটকেও অভিনয় করছেন।

Bootstrap Image Preview