Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপার ব্যাংক হিসাব চেয়ে ৫৬ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৫:০৬ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ০৫:০৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার যাবতীয় ব্যাংক হিসাব জানতে চেয়ে দেশের সরকারি-বেসরকারি ৫৬ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থার প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের সই করা চিঠি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।

দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, চিঠিতে রুপার চলতি, সঞ্চয়ী, ডেবিট ও ক্রেডিট কার্ড, এফডিআরসহ যাবতীয় হিসাবের নথিপত্র চাওয়া হয়েছে। এদিকে, রুপাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। এবারের তলবি নোটিশে তাকে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্রসহ ২০২১ সালের ২৭ জানুয়ারি সকাল ১০টায় হাজির হওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি ও নথি-পত্রসসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়।

এর আগে, অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় গত ২৯ অক্টোবর চিঠি দেয় দুদক। যেখানে গত ৪ নভেম্বর হাজির হতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হওয়ায় হাজির হননি রুপা।

Bootstrap Image Preview