Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফ্রিকার দেশ মরিশাসে বঙ্গবন্ধুর নামে সড়ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ০৪:০৪ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০, ০৪:০৪ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে সড়কের নামকরণ করেছে পূর্ব আফ্রিকার দেশ মরিশাস। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দেশটির রাজধানী পোর্ট লুইসের প্রধানতম একটি সড়কের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট’।

ভিডিও বার্তায় যোগ দিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ বলেন, এ সড়ক আমাদের দু’দেশের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাবে। তারা অতিথ্যের যে উদাহরণ তৈরি করেছেন তা এ জাতি শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে।

এদিকে মরিশাসের রাজধানীর প্রধানতম সড়কের নামকরণ বঙ্গবন্ধুর নামে করায় ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, এটা আমাদের দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নিদর্শন হয়ে থাকবে।

মরিশাসের উপপ্রধানমন্ত্রী ড. আনোয়ার হোসনু বলেন, বাংলাদেশের সঙ্গে ৭০ দশক থেকে আমাদের সম্পর্ক। ২০ হাজারেরও বেশি কর্মী এখানে কর্মরত আছে। বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহায়তা করে আসছে বাংলাদেশ।

সে সময় ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন মারিশাসের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, পোর্ট লুইসের মেয়র, মেয়র তাপস, শাহরিয়ার আলম, কামাল আবদুর নাসের চৌধুরী, মাসুদ বিন মোমেন, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান প্রমুখ।

Bootstrap Image Preview