Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

করোনা: চিনের টিকার অনুমোদন দিলো বাহরাইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:২৮ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:২৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


চিনের চিনের টিকার অনুমোদন দিলো বাহরাইন। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ ও সিনোফার্মের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। এই টিকা করোনা সংক্রমণ রোধে ৮৬ শতাংশ কার্যকর।

রবিবার (১৩ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চিনা ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দেয়।

জানা যায়, তৃতীয় ও শেষ ট্রায়ালের ফলাফল যাচাই ও পর্যবেক্ষণ করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

উপসাগরীয় দেশটি জানিয়েছে, সিনোফর্ম ভ্যাকসিনের একটি পরীক্ষায় অংশ নিতে এখন পর্যন্ত সাত শতাধিক মানুষ আবেদন করেছেন।

ইন্দোনেশিয়া এবং পাকিস্তান ইতোমধ্যে সিনোফর্মের চিন ন্যাশনাল বায়োটেক কোম্পানির সাথে চুক্তি করেছে।

এর আগে রবিবার তেল সমৃদ্ধ দেশ কুয়েত ঘোষণা করেছিল, তারা ফাইজার ভ্যাকসিনের জন্য জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।

এদিকে, পেরুর এক গবেষণায় এক স্বেচ্ছাসেবীর শরীরে সমস্যা দেখা দেওয়ায় চিনের সিনোফার্মের করোনা ভ্যাকসিনের  পরীক্ষা স্থগিত করেছে বলে জানিয়েছে পেরু সরকার।

গত আগস্ট থেকে শুর হওয়া সিনোফার্মের ভ্যাকসিনের তৃতীয় ট্রায়ালে অংশ নেয় ৪২ হাজার ২৯৯ জন। এছাড়া নভেম্বরে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যসেবাকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে ভ্যাকসিনটি প্রয়োগের অনুমোদন দেয়া হয়।

Bootstrap Image Preview