Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়া হবে: ঢাবি ভিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:১৫ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:১৫ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সাম্প্রদায়িক যে কোন অপশক্তি নতুন করে ক্ষণিকের জন্য মাথাচাড়া দিলেও চিরস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।  

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

তিনি বলেন, বাংলাদেশে ভাস্কর্য বিরোধী উগ্র বক্তব্য সভ্যতা বিধ্বংসী ।

বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা জানিয়ে ঢাবি ভিসি বলেন, ১৯৭৫ সালে  ঘাতকরা যদি বঙ্গবন্ধুকে হত্যা না করতো। ১৯৭১ সালে যদি  বুদ্ধিজীবীদের হত্যা না করতো তবে বাংলাদেশ আজকের স্থানে অনেক আগে পৌঁছে যেত। তারপরও আমাদের প্রাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Bootstrap Image Preview