Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনা সংক্রমণ ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৪ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৪ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তৃতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ কোরিয়ায় পুলিশ, সামরিক কর্মী এবং পাবলিক মেডিকেল চিকিৎসকদের আদেশ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন প্রেসিডেন্ট মুন জা ইন। যাকে তিনি ‘‘জরুরি অবস্থা’’ বলে অভিহিত করেছেন।

রবিবার (১৩ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট মুন জা ইন শনিবার (১২ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ায় ৯৫০ জন নতুন সংক্রমিত হওয়ায় এ আদেশ জারি করার অনুরোধ জানান।’

তিনি বলেন, ‘গ্রেটার সিওল ২ দশমিক ৫ স্তরের বিধিনিষেধের অধীনে স্কুলগুলো বন্ধ থাকবে, কেবল অফিসগুলোতে প্রয়োজনীয় কর্মীদের অনুমতি এবং ১০ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ থাকবে।’

এদিকে প্রধানমন্ত্রী চুং সি-কিউন বলেছেন, ‘করোনা সংক্রমণ বাড়তে থাকলে দেশের সর্বোচ্চ স্তরে সামাজিক দূরত্বের সীমাবদ্ধতা আরও কড়াকড়ি করা হবে।’

লকডাউন ছাড়াই কোভিড -১৯ নিয়ন্ত্রণে প্রাথমিক সাফল্য অর্জনকারী রাষ্ট্র হিসেবে টানা দ্বিতীয় রেকর্ড ছিলো দেশটির। আর এখন এই ভাইরাসকে মোকাবেলায় চলছে তৃতীয় ধাপের লড়াই।

Bootstrap Image Preview