Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোচের সঙ্গে তর্কে জড়াতে গিয়ে কেঁদে ফেললেন এনামুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ০৪:৪৭ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ০৪:৪৭ PM

bdmorning Image Preview


দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে কোচ মিজানুর রহমানের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ালেন খুলনার ওপেনার এনামুল হক বিজয়। তর্কের এক পর্যায়ে কেঁদেই ফেলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। শনিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে খুলনার অনুশীলনের সময় এই ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি ‘তেমন কিছু হয়নি’ বলে এড়িয়ে গেছেন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল। জানা গেছে, খুলনার কোচ মিজানুর রহমানের সঙ্গে বেশ ঝামেলা পাকিয়েছেন এনামুল হক বিজয়। নেট সেশনের শুরুতে পেসারদের বিপক্ষে এনামুলকে অনুশীলনে করতে না দেয়ায় এই ঝামেলা বাঁধে।বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার হয়ে চার ম্যাচে মাত্র ৪১ রান করায় বিজয়কে বাদ দিয়ে তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসানকে সুযোগ দেয়া হয়। আর সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই অনবদ্য এক হাফসেঞ্চুরি করেন জাকির।তার সেই সেঞ্চুরির সুবাদে সেদিন ম্যাচও জেতে খুলনা। তাই স্বাভাবিক ভাবেই একাদশ থেকে বাদ পড়েন এনামুল হক। তখন থেকে দলের সঙ্গে অনুশীলন করেই সময় পার করছেন বিজয়। 

জানা গেছে, আজ নেট সেশনের শুরুতে পরের ম্যাচের সম্ভাব্য ওপেনারদেরই সুযোগ দেন কোচ মিজানুর। সে হিসাবে জাকির হাসান ও ইমরুল কায়েস পেস বোলিংয়ের বিপক্ষে ব্যাট করতে নামেন। যদিও এনামুল হক বিজয় আশা করছিলেন নতুন বলে আল আমিন, শহিদুলের বিপক্ষে অনুশীলনে তাকে নামাবেন কোচ। কিন্তু দেখা যায় জাকির ও ইমরুল নেমেছেন নেট সেশনে। বিষয়টি নিয়ে প্রায় ১০ মিনিটের মতো কোচের সঙ্গে এনামুলের বাকযুদ্ধ চলে। এক সময় ক্ষোভে কয়েকবার নিজের গ্লাভস, ব্যাট ছুড়ে ফেলেন। হতাশা হয়ে একপর্যায়ে কেঁদেও ফেলেন তিনি।এমন পরিস্থিতিতে খুলনার ম্যানেজার নাফিস ইকবাল আসেন এবং বিজয়কে শান্ত করেন। 

Bootstrap Image Preview