Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির কন্ঠে ‘বাবা তোমার দরবারে সব পাগলের মেলা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১১:৫৫ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ১১:৫৫ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পাঁচ দলের ক্রিকেটারদের কোচিং হোটেল সোনারগাঁওয়ে রাখা হয়েছিল। সেখানেই শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে হোটেল সোনারগাঁওয়ের সুইমিং পুলের পাশে একত্রিত হয়ে নিজেদের একঘেয়েমি কাটিয়েছেন গানের সুরে নাচের তাল দিয়ে। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকুর, মাহমুদউল্লাহদের ঘিরে বাকি ক্রিকেটাররাও যোগ দেন এই আনন্দ উৎসবে।

জেমসের বিখ্যাত গান ‘বাবা কতদিন কতদিন দেখিনি তোমায়’ মাশরাফি গাওয়া শুরু করতেই সাকিব বলতে থাকেন (ভাই) গানের লিরিক্সটা মনে নাই। অন্য গান ধরেন যা আমরা সকলে গাইতে পারি।

মাশরাফি বলেন, ‘এই গান আমিও পারি না’। তারপর সাকিব বলেন এমন গান ধরেন, যা সবাই গাইতে পারি। এটা শুনেই মাশরাফি গাইতে শুরু করেন, ‘বাবা তোমার দরবারে সব পাগলের মেলা’। এর পরেই যেন গানে ফর্ম ফিরে পান সাকিবরা। গানের তালে তাদের নাচের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে বেশিক্ষণ সময় লাগেনি।

Bootstrap Image Preview