Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশকে টিকার জন্য ৯ বিলিয়ন ডলার দেবে এডিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০, ১২:৩২ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০২০, ১২:৩২ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি বাংলাদেশকে টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা সমপরিমান) তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সদস্য হিসেবে বাংলাদেশ করোনাভাইরাসের টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা সমপরিমান) তহবিল গঠন করেছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবি'র প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা করেছে এডিবি।

এ বিষয়ে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তা কেনা ও যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেনো এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হয়েছে।’

এ প্রসঙ্গে এডিবির বাংলাদেশ কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা গবিন্দ বার সংবাদমাধ্যমকে জানান, ‘নয় বিলিয়ন ডলার থেকে তহবিলের অর্থ বাড়তেও পারে। তবে বাড়বেই বিষয়টা এমন নয়। নাও বাড়তে পারে। পুরো বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে। যেমন - করোনা মোকাবেলায় আমরা প্রথমে ১১ বিলিয়ন ডলার ঘোষণা করেছিলাম। পরে সেটাকে ২০ বিলিয়ন ডলার করা হয়েছে।’

তিনি জানান, ‘এডিবির অংশীজন সবার জন্য এ তহবিল তৈরি করা হয়েছে। তবে এর মধ্য কোন দেশ কতো পাবে এবং এর মধ্যে ঋণ থাকতে পারে, অনুদানও থাকতে পারে - এই বিষয়গুলো এখনো পরিষ্কার নয়।’

Bootstrap Image Preview