Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আধিপত্য ঠেকাতে ফেসবুকের বিরুদ্ধে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ০৫:১৩ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০২০, ০৫:১৩ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তাদের প্রতিযোগীদের দমিয়ে রাখার চেষ্টা করছে। আর তাই যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো ফেসবুকের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করেছে।

অভিযোগকারী কর্মকর্তারা ফেসবুককে পৃথক কোম্পানিতে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। কারণ যুক্তরাষ্ট্রের আইনে কোনো ব্যবসায় একচেটিয়া অধিকার ভোগ করার সুযোগ নেই। সেই হিসেবে ফেসবুক এ আইনের লঙ্ঘন করে সামাজিক মাধ্যমের একচেটিয়া প্রতিষ্ঠান হিসেবে আধিপত্য বিস্তার করছে।

কর্মকর্তারা অভিযোগ করেছেন, প্রতিযোগীদের প্রতি ফেসবুক ‘কেনো অথবা বিনাশ করো’ নীতি প্রয়োগ করছে। ফলে ব্যবহারকারী ও প্রতিযোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফেসবুক বিজ্ঞাপন আয় বাড়াতে গিয়ে নিজেদের তথ্য নিয়ন্ত্রণের অধিকার হারাচ্ছে।

ফেসবুক বিশ্বের শীর্ষ তিনটি জনপ্রিয় সামাজিক মাধ্যম এবং মেসেজিং অ্যাপের ওপর নিজের নিয়ন্ত্রণ রাখছে। ছবি শেয়ার করার প্লাটফর্ম ইন্সটাগ্রাম, ম্যাসেজ সার্ভিস হোয়াটসঅ্যাপও তাদের মালিকানাধীন।

Bootstrap Image Preview