Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারা বিশ্বে ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারে একই সমস্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০, ০২:১৯ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০২০, ০২:১৯ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যবহারে দেখা দিয়েছে সমস্যা। মোবাইল ফোন কিংবা ল্যাপটপ-ডেস্কটপ সংস্করণে এই সমস্যা দেখা দিয়েছে। তবে এটি শুধু বাংলাদেশের সমস্যা না, সারা বিশ্বে একই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। দেশে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করছেন।

প্রথমে দেখা গিয়েছিল, বাংলায় টেক্সট করলে তা জিজ্ঞাসার (?) চিহ্নে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তবে ইংলিশে লিখলে এই সমস্যা থেকে মুক্তি মিলছিলো। মাঝেমধ্যে কানেকটিং... লেখাও দেখা যাচ্ছে।

আইটি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ম্যাসেজিং সিস্টেমে সমস্যা থাকায় অনেকেই বিড়ম্বনায় পড়ছেন। বিশেষ করে যারা ফেসবুক কেন্দ্রীক অনইলাইন ব্যবসা করেন তাদের সমস্যাটা বেশি হচ্ছে।

Bootstrap Image Preview