Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভুয়া ডাক্তারের কারণে বন্ধ হলো ক্লিনিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২০, ১১:৩৫ AM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০২০, ১১:৩৫ AM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


বিডিমর্নিং ডেস্কঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সসহ অবৈধভাবে ক্লিনিক পরিচালনার জন্য ও ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা দানের জন্য বংশীপুর জননী নার্সিং হোম ক্লিনিকের পরিচালককে জরিমানা করা হয়েছে এবং ক্লিনিকটি বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার(৭ ডিসেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক এ দন্ড প্রদান করা হয়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ইশ্বরীপুর ইউপির বংশীপুর জননী নার্সিং হোম ক্লিনিকটি মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সসহ অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। নার্সিং হোমের পরিচালক আদৌ ডাক্তার ছিলেন না। ডাক্তার না হয়েও তিনি ডাক্তারি করে আসছিলেন।

অবৈধভাবে ক্লিনিক পরিচালনা এবং ভুয়া ডাক্তারির জন্য তাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং ক্লিনিকটি বন্ধ করা হয়েছে। ক্লিনিক পরিচালককে এ দন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

আব্দুল হাই সিদ্দিকী বলেন, জনস্বার্থে প্রশাসনের এই জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview