Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবন কত কঠিন ইউনিফর্মটা না থাকলে বুঝবেন: ডিএমপি কমিশনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২০, ১১:১৮ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০, ১১:১৮ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


‘জীবনটা কতটা কঠিন শরীর থকে ইউনিফর্মটা নেমে গেলে বোঝা যাবে’ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে করে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সোমবার (৭ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি’র কল্যাণসভায় তিনি এসব কথা বলেন। বিশেষ এই কল্যাণসভায় ফোর্সের সুবিধা, অসুবিধা ও নানান বিষয়ে পরামর্শ শোনেন কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্ত। মাদকের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইতোমধ্যে অনেকের চাকরি চলে গেছে। মাদককে না বলুন, এর থেকে সবসময় দূরে থাকুন।’

তিনি আরও বলেন, ‘করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। ডিএমপির তিন হাজারেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ২৪ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে দেশের সর্বোচ্চ ভালো চিকিৎসা দেয়া হয়েছে।’

বিশেষ কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ‍যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview