Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাইলেন্ট থাকা স্মার্টফোন খুঁজে পাবেন কিভাবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০৪:২১ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০, ০৪:২২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


স্মার্টফোন ব্যাবহারকারীদের মধ্যে ফোন হারানোর এক ধরনের প্রবণতা কাজ করে। স্মার্টফোন মোবাইলটি সাইলেন্ট অবস্থায় হারিয়ে গেলে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে।

সাইলেন্ট মোডে থাকা স্মার্টফোন হারিয়ে গেলে যেভাবে খুঁজে পাবেন সেই কৌশল নিচে তুলে ধরা হলো-

* প্রথমে অন্যকোনো স্মার্টফোন বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যেতে হবে।

* সেখানে সার্চ বারে লিখতে হবে ‘ফাইন্ড মাই ফোন’।

* তারপর গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।

* নিজের মোবাইলের লোকেশন দেখতে পাওয়া যাবে গুগল-এ।

* এরপর অপশন আসবে, যেটির মাধ্যমে ফোনের অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে হবে।

* এবার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করতে হবে।

* এরপর যা হবে তা সত্যি অবিশ্বাসযোগ্য। আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং বাজতে শুরু করবে। যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বের করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোনে রিং হতেই থাকবে। এবার সেই আওয়াজ অনুসরণ করে ফোনটিকে খুঁজে বের করা কোনো ব্যাপারই নয়।

Bootstrap Image Preview