Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জানুয়ারিতে করোনার ভ্যাকসিন পেতে আশাবাদী ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০২:৫৪ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০, ০৩:০২ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং ডেস্কঃ চলতি বছরের শুরু থেকেই করোনার প্রকোপে সারা বিশ্ব। গেলো মার্চ মাস থেকে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকল ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। নিজেকে ও চারপাশের মানুষকে সুরক্ষিত রাখতে বিভিন্ন সতর্ক থাকতে বলা হয়েছে এবং যথাযথ নিয়ম পালনের জন্য বলা হয়েছে। এদিকে দেশের মানুষকে করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২০২১ সালের প্রথম মাসেই (জানুয়ারি) করোনার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই, ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাধ্যতামূলক মাস্ক পরতে হবে।’

সেতুমন্ত্রী আরো বলেন, ‘সারাদেশে আজ যেই ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে, তাতে প্রতিপক্ষ কোনো ধরনের ধন্যবাদ তো জানায়নি উল্টো তারা শুধু সমালোচনাই করেই যাচ্ছে, যা জাতি কখনো আশা করেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগ মানুষের মনের মণিকোঠায় উন্নয়ন, সততা দিয়েই জনগণের মন জয় করে নিয়েছেন, এতেই বিএনপির সহ্য হয় না।’

Bootstrap Image Preview