Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিষ মেশানো গম খেয়ে ছটফট করতে করতে ১৯৩ কবুতরের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১০:২৯ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০, ১০:৩০ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চাষের জমিতে ছিটানো বিষ মেশানো গম বীজ খেয়ে ১৯৩টি কবুতর মারা গেছে।৪ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার কালিকাপুর বেড়পাড়া এলাকার নবীরউদ্দিনের ছেলে আলম হোসেনের জমিতে এ ঘটনা ঘটে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

তিনি জানান, বৃহস্পতিবার কৃষক আলম তার জমিতে বিষ মেশানো গমের বীজ বপন করেন। শুক্রবার সকালে আশেপাশের এলাকা থেকে কবুতর এসে ওই বীজগুলো খায়। এতে মুহূর্তেই একে একে সবগুলো কবুতর ছটফট করতে করতে বিষক্রিয়ায় ক্ষেতেই মারা যায়।

তিনি আরও জানান, বীজ বা খাদ্যে বিষ মিশিয়ে পাখি নিধন আইনত দণ্ডনীয় অপরাধ। এরকম জঘন্য কাজ আইন সমর্থন করে না। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশে বীজ বা খাদ্যে বিষ মিশিয়ে পাখি নিধন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview