Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোথায়-কখন মাস্ক পরা বাধ্যতামূলক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন গাইডলাইন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২০, ১২:৫৩ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০, ১২:৫৩ PM

bdmorning Image Preview


করোনাভাইরাস রোধে মাস্ক ব্যবহার নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন গাইডলাইনে বলা হয়েছে,  বদ্ধ ঘরের ভিতরেও মাস্ক পড়তে হবে। শুধু সেন্ট্রালি এসি ঘরেই নয়, এসি গাড়িতে, ছোট ঘরেও খুব সহজেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সে কারণে হু এমন পরিস্থিতিতেও মাস্ক পরার কথা বলছে। এছাড়া জনবহুল ইনডোর এলাকায় তো মাস্ক পরতেই হবে। তবে খুব টাইট মাস্ক পরতে নিষেধ করেছে হু। তবে জিমে ঘাম ঝরানোর সময় মাস্ক না পরার কথাও বলেছে হু।

গাইডলাইনে আরও বলা হয়েছে, জনবহুল এলাকায় মাস্ক পরতেই হবে। যতক্ষণ সম্ভব, যতটা সম্ভভ মাস্ক পরেই থাকতে হবে। ৫ বছরের উপরের শিশুদের অবশ্যই মাস্ক পরতে হবে।

Bootstrap Image Preview