Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রসাধনী সামগ্রীর যত্নে ৫ উপায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২০, ১০:৪৪ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০, ১০:৪৪ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


আমাদের দৈনন্দিন জীবনে প্রসাধনী সামগ্রী যেন নিত্য সঙ্গী। প্রসাধনী সামগ্রী নষ্ট হয়ে গেলে ভীষণ কষ্ট হয়।

আর সেটা যদি হয় এক্সপায়ারের তারিখের আগে তাহলে তো কষ্টের মাত্রা আরও দ্বিগুণ হয়ে যায়।

আবার অনেক সময় প্রসাধনীর ঠিক মতো যত্ন না করলে তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

কীভাবে ৫টি উপায়ে প্রসাধনী দ্রব্য দীর্ঘদিন ভাল রাখা যায় সেই সম্পর্কে আমরা জানবো-

যত্নে রাখুন:

দোকান থেকে যেকোনও মেকআপ কেনার পর তা ঠাণ্ডা, শুকনো স্থানে রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। লিক্যুইড ফাউন্ডেশন, লিপস্টিক সোজাভাবে দাঁড় করিয়ে রাখতে হবে। পাউডার বা জেল প্রোডাক্ট সাধারণভাবে রাখা যেতে পারে। মেকআপ প্রোডাক্ট আর্দ্রতার থেকে দূরে রাখতে হবে, নাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

প্রসাধনীর ঢাকনা ভাল করে আটকে রাখতে হবে:

ব্যবহারের পর প্রসাধনী কৌটার ঢাকনা চেপে আটকে রাখা খুবই জরুরি। না হলে আর্দ্রতা, ধুলো, ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে মেকআপ প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে এবং তা ব্যবহারের ফলে ত্বকেরও নানারকম সমস্যা দেখা যাবে।

মেকআপ ব্রাশ ধুয়ে রাখবেন:

মেকআপ ব্রাশ প্রতিবার ব্যবহারের পর নিয়মিত ধুয়ে রাখতে হবে। নাহলে বার বার একই নষ্ট ব্রাশ দিয়ে মেকআপ তুললে আপনার সমস্ত মেকআপ প্রোডাক্ট দ্রুত নষ্ট হয়ে যাবে।

ঝাঁকিয়ে নিন:

নিয়মিত ফাউন্ডেশন এবং আইলাইনার ব্যবহার করলে ব্যবহারের আগে বোতলটা ধরে সাবধানে ভাল করে কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নিতে হবে। এতে প্রসাধনীগুলো দীর্ঘদিন ভাল থাকবে।

রেফ্রিজারেটরে রাখতে হবে:

রেফ্রিজারেটরের ভিতরের কম তাপমাত্রা প্রসাধনীগুলো দীর্ঘদিন ভাল রাখে। নেলপলিশ, সুগন্ধি, আইক্রিম ইত্যাদি রেফ্রিজারেটরের থেকে বের করার ১৫ মিনিট পর সবচেয়ে ভাল কাজ করে।

Bootstrap Image Preview