Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৯ PM
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


পাকিস্তান বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  দুর্ঘটনার পরে বিমানটির পাইলট নিরাপদে বের হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সময় অ্যাটকের পিনডিগেবের কাছে বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে পঞ্চম বিমান দুর্ঘটনা ঘটল। এর আগে সবশেষ মার্চে একটি এফ-১৬ যুদ্ধবিমান দুর্ঘটনায় পতিত হয়। 

দেশটির বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে। বিধ্বস্তের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। কর্তৃপক্ষ বলছে, বিমান দুর্ঘটনায় একটি বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ড দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দেবে। 

এর আগে পাকিস্তান এয়ার ফোর্সের এফ-১৬ যুদ্ধবিমান ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় উইং কমান্ডার নোমান আকরাম নিহত হয়েছিলেন।

Bootstrap Image Preview