Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ারীতে করোনার নমুনা দেয়া অর্ধেকই পজিটিভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ০৭:৩২ PM
আপডেট: ০৭ জুলাই ২০২০, ০৭:৩২ PM

bdmorning Image Preview


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ওয়ারী থেকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের অর্ধেকই করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার রাজধানীর ডিএসসিসি নগরভবনে লকডাউন নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

মেয়র বলেন, ওয়ারির লকডাউন এলাকায় যারা করোনা পরীক্ষা করছেন, তাদের ৫০ শতাংশের মধ্যেই করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে। এলাকাবাসীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে লকডাউন মোকাবিলায় সরকারকে সহায়তা করার অনুরোধ করা হচ্ছে।

তিনি বলেন, এই দুর্যোগ মুহূর্তে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। প্রত্যেককে নিয়ম মানতে হবে। প্রতিটি মানুষের জীবন রক্ষায় আমাদের একে অপরের সহযোগী হতে হবে। তাই সবার প্রতি আহ্বান নিজে সতর্ক থাকুন অপরকে সুস্থভাবে বাঁচাতে দিন। 

Bootstrap Image Preview