Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চকরিয়ায় প্রতিবন্ধীদের পাশে ‘ইয়ুথ এক্সপ্রেস’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২০, ০৬:২১ AM
আপডেট: ১৯ মে ২০২০, ০৬:২১ AM

bdmorning Image Preview


‘ভয় নয়, সচেতনতায় করোনা জয়’ শ্লোগানে প্রজেক্ট ফর ডিজেবল-এর আওতায় কক্সবাজারের চকরিয়ায় প্রতিবন্ধী শিশু, নারী ও পুরুষের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছে ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় চকরিয়া ইউনিটের ব্যানারে মানবিক কিছু মানুষের সৌজন্যে রমজান উপলক্ষে শতাধিক প্রতিবন্ধী পরিবারকে এই উপহার সামগ্রী দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আজ রবিবার (১৭ মে) দুপুরে পৌরসভা ছাড়াও উপজেলার সাহারবিল ও
ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রতিবন্ধী পরিবারে পৌঁছে দেওয়া হয় লাচ্ছা সেমাই, তেল, ছোলা, মুড়ি, খেজুর, লবণ ইত্যাদি খাদ্যসামগ্রী।

এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশ-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও ঢাবির চকোরীর সভাপতি আশরাফুল ইসলাম সাকিব, চকরিয়া ইউনিটের আহ্বায়ক ইব্রাহিম খলিল সালমানসহ ইউনিটের সদস্যবৃন্দ।

সংগঠনের উপদেষ্টা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসফাক আহমেদ বলেন, “অতীতেও দুর্যোগের সময় সমাজের অসহায়, দরিদ্র মানুষের মাঝে আমাদের মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। এবারের করোনা পরিস্থিতিতেও আমরা প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছি।”

ইয়ুথ এক্সপ্রেস বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা রাগীব আহসান বলেন, “পুরো কক্সবাজার জেলায় ঈদ পরবর্তী সময়েও আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

Bootstrap Image Preview