Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাহমুদউল্লাহর আইপিএলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২০, ০৯:৩৩ PM
আপডেট: ০৪ মে ২০২০, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


আমার কাছে মনে হয়, মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্যই আইপিএলে ডাক পাওয়ার যোগ্য। আমি সবসময়ই এটা অনুভব করি। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে গত ৩-৪ বছর ধরে ও যেভাবে ব্যাটিং করছে, আমার কাছে মনে হয়, এটা ওর জন্য দুর্ভাগ্য যে আইপিএলে এখনও সুযোগ পায়নি। মাহমুদউল্লাহকে নিয়ে  এমনটাই বলেছেন  বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

রোববার মাহমুদউল্লাহর সঙ্গে ইন্সটাগ্রাম লাইভে কথা বলেন তামিম। আইপিএলে সুযোগ না পেলেও হতাশ নন মাহমুদউল্লাহ। তিনি বলেন, আইপিএলের মতো বড় টুর্নামেন্টে তো সবাই খেলতে চায়। এই টুর্নামেন্টই এরকম। দারুণ চাকচিক্যময়। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ। খেলতে পারলে অবশ্যই ভালো লাগত। সবাই চায় সেরা টুর্নামেন্টে নিজেকে দেখতে। তবে মন খারাপ করে লাভ নেই, আশা করি ভবিষ্যতে সুযোগ আসতেও পারে।

বাংলাদেশ থেকে এর আগে ছয়জন ক্রিকেটার আইপিএলে খেলেছেন। তবে এখনও সুযোগ হয়নি বর্তমান সময়ের সেরা তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবালও মাহমুদউল্লাহ রিয়াদের।

Bootstrap Image Preview