Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনায় যে ১৪ দেশে ৩২৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০, ১২:০০ AM
আপডেট: ২৬ এপ্রিল ২০২০, ১২:০০ AM

bdmorning Image Preview


প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যু হচ্ছে। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত এ করানোভাইরাসে আক্রান্ত হয়ে বর্হিবিশ্বে অন্তত ৩২৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় আরও ৫ বাংলাদেশি করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছেন। এদের মধ্যে ৪ জন যুক্তরাষ্ট্রে এবং একজন মারা গেছেন দক্ষিণ আফ্রিকায়। আফ্রিকার দেশটিতে এই প্রথম কোন বাংলাদেশি করোনাভাইরাসের কারণে মারা গেলেন।

আজ শনিবার প্রবাসী বাংলাদেশি ও কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আজকের ৫ জন নিয়ে এ পর্যন্ত বিশ্বের ১৪ টি দেশে ৩২৩ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৯০ জন, যুক্তরাজ্যে ৭৯ জন, সৌদি আরবে ১৫ জন, ইতালিতে ৮ জন, সংযুক্ত আরব আমিরাত ও কানাডায় ৬ জন করে, স্পেনে ৫ জন, কাতারে ৪ জন, কুয়েত, সুইডেন, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।

আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি বাংলাদেশি আক্রান্ত হয়েছে সিঙ্গাপুরে। দেশটিতে আক্রান্ত ১০ হাজারের প্রায় অর্ধেকই বাংলাদেশি। কিন্তু দেশটিতে এখনো মৃত্যুুর খবর পাওয়া যায়নি। এছাড়া কাতারে ৫ শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। স্পেনে প্রায় ৩০০ বাংলাদেশি করোনায় আক্রান্ত। এর বাইরে পর্তুগালে ২২ জন আক্রান্ত হয়েছে, তবে কোনো বাংলাদেশি মৃত্যুবরণ করেনি। তবে ইরাক, ওমান, বাহরাইন, জর্ডানে এখন পর্যন্ত করোনাভাইরাসে বাংলাদেশিদের আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা বলেন, এটি খুবই দুঃখজনক যে করোনায় দেশের বাইরে আমাদের অনেকজন মারা যাচ্ছে। তবে আমরা যোগাযোগ রাখছি সংশ্লিষ্ট দেশে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু মৃত্যুর সংবাদ খুবই দুঃখজনক।

তিনি বলেন, এর বাইরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি খাদ্য সহায়তা দেওয়ার জন্য দু-দফায় ৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অনেক দেশের সঙ্গে কথা বলে আমাদের শ্রমিকদের ফিরিয়ে আনা হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ১ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। পাশাপাশি আক্রান্ত হয়ে লড়ছে ২৮ লাখ ৪৫ হাজার মানুষ।

Bootstrap Image Preview