Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনায় নারীদের চেয়ে কেন পুরুষরা বেশি মারা যাচ্ছেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০, ০৩:৫৯ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২০, ০৩:৫৯ PM

bdmorning Image Preview


সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ছড়িয়েছে। মৃত্যুর এই পরিসংখ্যানের একটি বিষয়ে এখন বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। আর সেটি হচ্ছে- নারীদের তুলনায় পুরুষরা বেশি মারা গেছে।

আক্রান্ত সব দেশের পরিসংখ্যান থেকে পাওয়া তথ্যমতে, নারীদের তুলনায় পুরুষের মৃত্যু হচ্ছে অনেক বেশি।

কেন পুরুষরা বেশি মারা যাচ্ছেন?

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ স্কুলের অধ্যাপক সাবরা ক্লেইন বলেছেন, কোভিড-১৯ নারীর তুলনায় পুরুষদের ওপর বেশি চড়াও হচ্ছে তা বলা যাবে না। শুধু এটা বলতে পারি যে, বেশি বয়স্ক হওয়ার কারণেও পুরুষদের ঝুঁকি বেশি।

তিনি বলেন, শুধু এ ভাইরাসই নয়, সাম্প্রতিক সময়ে আরও যেসব মহামারী দেখা দিয়েছে (সার্স, মার্স)। তখনও দেখা গেছে আক্রান্ত হয়ে মারা গেছে পুরুষরাই বেশি।

এর কিছু ব্যাখ্যা অবশ্য গবেষক ও চিকিৎসকরা দিচ্ছেন, তবে সেগুলো এখনও সাধারণ ধারণাপ্রসূত, গবেষণালব্ধ নয়।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট অ্যাঙ্গেলা রাসমুসেন বলেন, ‘সারা বিশ্বের জনগণনার পরিসংখ্যানও বলে যে এমনিতেই পুরুষের স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেশি।’

তিনি বলেন, যেসব দেশে করোনা সবচেয়ে বেশি আঘাত করেছে, তার মধ্যে রয়েছে– ইতালি, চীন, দক্ষিণ কোরিয়া। যেখানে পুরুষের চেয়ে নারীর আয়ু বেশি। তবে অধিকাংশ বিশেষজ্ঞের মত হলো– পুরুষের জীবনযাপনের পদ্ধতি এর পেছনে কাজ করছে।

যেমন- নারীর তুলনায় পুরুষের জীবনযাপনে শৃঙ্খলা কম। তারা বেশি ধূমপান করে, বেশি মদ পান করে এবং এ কারণে হৃদরোগ, ক্যান্সার বা ডায়াবেটিস বা ফুসফুসের প্রদাহে বেশি ভোগে পুরুষ। ফলে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকিও বেশি।

সেক্স হরমোন নারীকে রক্ষা করছে

অনেক গবেষক বলছেন, নারী-পুরুষের মধ্যে হরমোনের পার্থক্যের কারণে এমন হতে পারে। একের পর এক গবেষণাযয় দেখা গেছে, নারীর দেহকোষে রোগপ্রতিরোধের ক্ষমতা অপেক্ষাকৃত বেশি।

মেডিকেল জার্নাল হিউম্যান জেনোমিক্সে প্রকাশিত এক গবেষণায় বলা হচ্ছে- দেহকোষে এক্স ক্রোমোজোমের ভেতর প্রচুর সংখ্যায় এমন জ্বিন থাকে তা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নারীর শরীরে পুরুষের তুলনায় ওই এক্স ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ ফলে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধে নারীর দেহ পুরুষের তুলনায় শক্তিধর।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Bootstrap Image Preview