Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্শালের সেঞ্চুরির পর চাপে দক্ষিণাঞ্চল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১০:৩৮ AM
আপডেট: ১৫ ফেব্রুয়ারী ২০২০, ১০:৩৮ AM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান মার্শাল আইয়ুব। দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে ১১৬ রান করেন এই ডানহাতি।

মার্শালের এই অনবদ্য সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ২৩৫ রান সংগ্রহ করে শুভাগত হোমের নেতৃত্বাধীন মধ্যাঞ্চল। এরপর খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ২৯ রান সংগ্রহ করে দক্ষিণাঞ্চল। প্রথম দিন শেষে ১৩ রানে অপরাজিত আছেন এনামুল হক বিজয়। অপরদিকে তাঁর সঙ্গী শামসুর রহমানের সংগ্রহ ৩ রান। 

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত। খেলতে নামার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। 

ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিলের মাঝেও এক প্রান্ত আগলে রেখে খেলে যান মার্শাল। দায়িত্বশীল ব্যাটিং করে টুর্নামেন্টে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে দক্ষিণাঞ্চল বোলারদের দারুণ বোলিংয়ে মধ্যাঞ্চলের আর কোনো ব্যাটসম্যানই ভালো করতে পারেনি।

শেষের দিকে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। দক্ষিণাঞ্চলের হয়ে ৭৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মেহেদি হাসান। এছাড়া ২টি করে উইকেট নেন শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক এবং নাসুম আহমেদ। 

সংক্ষিপ্ত স্কোরঃ (প্রথম দিন শেষে)

মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৩৫/১০ (৮২.২ ওভার) (মার্শাল ১১৬, মুস্তাফিজ ৩০*; মেহেদি ৩/৭৮, শফিউল ২/২৪)

দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ২৯/২ (৯ ওভার) (এনামুল ১৩*, নাফিস ১০; ইফরান ১/১৫৮) 

Bootstrap Image Preview