Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাট কোহলিদের জার্সিতে অদল-বদল, আসছে 'বাইজুস', যাচ্ছে 'ওপ্পো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০২:০২ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০২:০২ PM

bdmorning Image Preview


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের লোগো পরিবর্তন করেছে। লোগো পরিবর্তনের বিষয়টি জানা ছিল না ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির!

শুক্রবার টুইটারে নিজেদের নতুন লোগো প্রকাশ করে ব্যাঙ্গালোর। কিছুদিন আগে টুইটারে নিজেদের পুরনো লোগোটি সরিয়ে দেয় তারা। বিষয়টি নজর এড়ায়নি কোহলির।

টুইটারে কোহলি লিখেন, 'পোস্ট সরিয়ে নেয়া হয়েছে, অথচ অধিনায়ককে জানানো হয়নি! প্রিয় আরসিবি, তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে জানিয়ো।'

জবাবে আরসিবি লিখে, 'সব ঠিকঠাক আছে অধিনায়ক। সবগুলো সুন্দর ইনিংসই শূন্য থেকে শুরু হয়। আমরাও সেখান থেকে শুরু করছি'। একইসাথে 'নতুন দশকে নতুন আরসিবি' লিখে হ্যাশট্যাগ দেয় তারা। 

লোগো সরিয়ে নেয়ার ঘটনায় অবাক হয়েছিলেন ব্যাঙ্গালোরের লেগস্পিনার যুবেন্দ্র চাহালও। তিনি লিখেন, 'এ কেমন গুগলি আরসিবি? তোমাদের প্রোফাইলে ছবি এবং ইন্সটাগ্রামের পোস্ট কোথায়?'

বিশ্ব ভালোবাসা দিবসে নতুন দশক উপলক্ষে নিজেদের নতুন লোগো প্রকাশ করে আরসিবি। টুইটারের শিরোনামে তারা লিখে, 'এটাই চমক। যার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন। নতুন দশক, নতুন আরসিবি, নতুন লোগো!'

এদিকে পরিবর্তন হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজির নাম। পরিবর্তিত নামটি হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অর্থাৎ শুধুমাত্র প্রদেশের নামেই কিছুটা পরিবর্তন আনতে পারে আরসিবি কতৃপক্ষ।

মূলত ভক্তদের দাবির কথা মাথায় রেখে নামে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারতের শীর্ষস্থানীয় দৈনিকগুলো প্রকাশ করছে এমনই সংবাদ। যদিও আরসিবি কতৃপক্ষ, এখনও এই ব্যাপারে কিছু জানায়নি।

Bootstrap Image Preview