Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ পদে নিয়োগ দিচ্ছে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০১:৫১ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ০১:৫১ PM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ পদে তিন বছরের জন্য নিয়োগ পাচ্ছেন নিকোলাস ট্রেভর লি। চলতি বছরের মার্চ মাস থেকে ২০২৩ সালের ভারত বিশ্বকাপ পর্যন্ত লি'র সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের প্রস্তাব লুফে নিয়ে বাংলাদেশের ট্রেনারের চাকরি ছাড়েন মারিও ভিল্লাভারায়েন। ট্রেনার হিসেবে তাই নতুন কাউকে খুঁজছিল বিসিবি।

ইংল্যান্ডের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার নিকোলাস ট্রেভর লি'কে অবশ্য ট্রেনারের চাইতে বড় পদে নিয়োগ দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

পদ মর্যাদা অনুযায়ী জাতীয় দলের পরের পর্যায়ের ক্রিকেটারদেরও ফিটনেস দেখভাল করবেন লি। একইসাথে এবারই প্রথমবার কাউকে ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ পদে নিয়োগ দিয়েছে বিসিবি।

২০১০ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলেছেন লি। অবসরের পরও ক্রিকেট সংশ্লিষ্ট কাজে জড়িয়ে ছিলেন। স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ইংলিশ কাউন্টির দল সাসেক্সের হয়ে কাজ করেন তিনি।

এছাড়া ২০১৬ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা জাতীয় দলের ট্রেনার হিসেবে কাজ করার নিয়োগ পান তিনি। এবার বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন ৩৬ বছর বয়সী লি।
 

Bootstrap Image Preview