Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতের ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় জয়ের মূলমন্ত্র আকবরদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০১:২০ PM
আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ০১:২০ PM

bdmorning Image Preview


যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে আকবর আলীর দলের। পুরো ম্যাচ জুড়েই দু'দলের ক্রিকেটাররা স্লেজিংয়ে ব্যস্ত সময় কাটিয়েছে। বিশ্বকাপ নিয়ে আকবরবাহিনী দেশে ফেরার পর জানা গেল, ভারতের বিপক্ষে করা স্লেজিংগুলো ছিল পরিকল্পনার অংশ। যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে স্লেজিং না করেও স্লেজিংয়ের শিকার হয় বাংলাদেশ। সেখান থেকেই এসেছে এই পরিকল্পনা।

বৃহস্পতিবার যুবা ওপেনার পারভেজ হোসেন ইমন ক্রিকফ্রেঞ্জিকে বলেন, 'স্লেজিং অনবরত চলেছে। আর গালাগালি এগুলো ক্রিকেটেরই একটা অংশ। অনেক বাজে ব্যবহারও হয়েছে যেগুলো অনেক সময় নেয়ার মতো না। ক্যাপ্টেন ছিল উনি সব বুঝিয়েছে। ওইগুলো সহজে নিতে পেরেছি। আমরা শুধু আগ্রাসী খেলাটার চেষ্টা করেছি। 

এশিয়া কাপ থেকেই শিক্ষা নিয়েছি আমরা আগ্রাসী না খেললেও ওইসময় ওরা অনেক আগ্রাসী খেলেছে ওইখান থেকেই আমরা দেখেছি। আমাদেরকে বলেছে তোমাদেরকেও কঠোর হতে হবে। ওরা যেমন করেছে আমরাও এমন করেছি। যার কারণে মাঠে একটু সমস্যা হয়েছিল।'

ম্যাচ শেষে রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছে বাংলাদেশ-ভারত যুবাদের লড়াই। এই ঘটনায় অবশ্য শাস্তি পেয়েছেন বাংলাদেশের তিন ও ভারতের দুই যুবা ক্রিকেটার। ম্যাচের আগে স্লেজিং করার পক্ষে ছিল যুবাদের টিম ম্যানেজমেন্টও।

দলের পেসার শরিফুল ইসলাম বলেন, 'টিম ম্যানেজমেন্টের অনেক ভূমিকা ছিল। তাঁরা আমাদের বলেছে ক্রিকেটটা খেললে আগ্রাসীভাবেই খেলতে হবে। এটাই আমরা মাঠে প্রয়োগ করেছি।

আমার চিন্তা ওদের সাথে খেললে এভাবেই খেলব। ওরা ফিল্ডিংয়ে নামলে এমন করবে। আমরা যদি না করি তাও করবে। করলেও করবে।'

শুধু এশিয়া কাপ নয়, গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও ভারতীয় ক্রিকেটারদের স্লেজিংয়ের শিকার হয় বাংলাদেশ। দু'দফা চুপ থাকলেও বিশ্বকাপের ফাইনালে স্লেজিংকেই সাফল্যের মন্ত্র বানায় ক্ষুদে টাইগাররা।

দলটির ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব বলেন, 'আমরা দুইবার ভারতের বিপক্ষে হেরেছি। একবার ইংল্যান্ডে, একবার এশিয়া কাপে। ওই হিসেবে একটা জিনিস শিখতে পেরেছি ওদের সাথে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।

ওদের যদি ডমিনেট না করি ওরা বোলারদের চড়াও হয়ে খেলতে যাবে। দলের পরিকল্পনা এটাই ছিল যে ওদের আমরা চড়াও হতে দেব না। প্রথম থেকেই ওদের আমরা ধরে রাখবো। ওদের যত সুযোগ দিব ওরা আমাদের পেয়ে বসবে। এই জিনিসগুলোই শিখতে পেরেছি। ওদের সাথে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে হবে।'

Bootstrap Image Preview