Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদিকে সতর্ক করলেন ইমরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৭ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০২০, ১১:০৭ AM

bdmorning Image Preview


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন। সম্প্রতি মোদি ও ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ ধারাবাহিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলে আসছেন। গতকাল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুরে একটি জনসভায় ইমরান এ সতর্কবার্তা দেন। খবর ডনের।

কাশ্মীরের জনগণের সঙ্গে সংহতি প্রকাশের জন্য গতকাল র‌্যালির আয়োজন করা হয়। জনসভায় ইমরান খান সম্প্রতি মোদির একটি মন্তব্য তুলে ধরেন, যেটিতে মোদি বলেছিলেন, পাকিস্তানকে ধুলায় পরিণত করতে ভারতের ৭ থেকে ১০ দিনের বেশি লাগবে না।

এর জবাবে ইমরান বলেন, আপনার প্রয়োজন আপনার নিজের ইতিহাস সাফ করা, এ ছাড়া মনে হচ্ছে, আপনার ডিগ্রিটি নকল। ইমরান আরও বলেন, ইতিহাসে যেসব নেতা এমন অহঙ্কার করেছেন তারাই পরাজিত হয়েছেন। এ সময় ইমরান হিটলার ও নেপোলিয়নের উদাহরণ দেন। এর আগে জানুয়ারি মাসে ভারতের সেনাপ্রধান বলেছিলেন, সরকারের পক্ষ থেকে নির্দেশ পাওয়া মাত্রই ভারতীয় সেনা আজাদী কাশ্মীর (পাকিস্তান নিয়ন্ত্রিত) দখল করবে।

ইমরান তার বক্তৃতায় বলেন, যখন তিনি (মোদি) নির্বাচনে জয়ী হলেন, তিনি সিদ্ধান্ত নিলেন যে আরএসএসের ইশতেহার কাশ্মীরে প্রয়োগ করবেন। তিনি ভাবলেন কাশ্মীরিদের জেলে পুড়বেন কিন্তু কী হয়েছে? তার চিন্তা ছিল-কাশ্মীর ইস্যু মুছে ফেলবেন; কিন্তু এটি এখন আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে।

Bootstrap Image Preview