Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা ১৫তম জয় লিভারপুলের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২০, ০৯:৪৯ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০২০, ০৯:৫১ AM

bdmorning Image Preview


ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ ছুটছেই প্রথমবারের মতো শিরোপা জয়ের পথে থাকা লিভারপুলের। এবার তারা সহজেই হারিয়েছে পয়েন্ট তালিকার নিচের সারির দল ওয়েস্ট হ্যামকে।

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। এটি লিগে তাদের টানা ১৫তম জয়। অলরেডরা অপরাজিত টানা ৪১ ম্যাচ ধরে।

এই জয়ে তালিকার শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে গেছে ১৯ পয়েন্টে। ২৪ ম্যাচে ২৩ জয় ও এক ড্রয়ে তাদের ৭০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৫১।

ম্যাচের ৩৫তম মিনিটে মোহাম্মদ সালাহর স্পট কিকে এগিয়ে যায় লিভারপুল। ডি বক্সের মধ্যে ডিভোগ ওরিগিকে ফাউল করে বসেন ইসা দিওপ, পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মিশরীয় ফরোয়ার্ড সালাহ।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়ে খেলেছে লিভারপুল। কয়েকটি সুযোগ তৈরি করেছিল ওয়েস্ট হ্যামও। তবে ৫২ মিনিটে আরও এক গোলে এগিয়ে যায় লিভারপুল। এই গোলের উৎসও ছিলেন সালাহ।

পায়ে বল নিয়ে এগিয়ে গিয়ে বাম দিকে চেম্বারলেইনকে দারুণ এক পাস দেন মিশরীয় ফরোয়ার্ড। সেই পাস থেকেই গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

সালাহর ঝলক সেখানেই থামেনি। ভাগ্য ভালো থাকলে আরও একটি গোল পেতে পারতেন। কিন্তু ৭৯তম মিনিটে তার দারুণ এক শট পোস্টের বাইরের দিকে লেগে ফিরে আসে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপার লিভারপুল।

Bootstrap Image Preview