Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমার বাবার সময় ঢাকার এই দুরবস্থা ছিল না : ইশরাক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২০, ০৭:৫১ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০২০, ০৭:৫১ PM

bdmorning Image Preview


ঢাকা শহরের কাঙ্ক্ষিত উন্নয়ন গত ১৩ বছরে হয়নি উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া চাইতে, ভোট চাইতে এসেছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন, ঢাকা শহরকে গত ১৩ বছরে ধ্বংস করে দেয়া হয়েছে। আজকে ঢাকা শহরকে বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য নগরীতে পরিণত করা হয়েছে। বায়ুদূষণে আমরা এক নম্বরে রয়েছি।’

নির্বাচনী প্রচারণার ১৮তম দিন সোমবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে জোড়পুকুর স্থানে ভোট প্রার্থনায় গিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, ‘এই যে বায়ু আমাদের শরীরে প্রবেশ করছে, এই বিষাক্ত বায়ু আমরা গ্রহণ করছি। এ কারণে আমাদের জটিল রোগের সংক্রমণ হচ্ছে। আপনারা জানেন, নারী ও শিশুর জন্য সবচেয়ে অনিরাপদ শহরের একটা তালিকা তৈরি করা হয়েছিল, সেই তালিকায়ও ঢাকা এক নম্বরে এসেছে। আমি ঢাকার সন্তান। আমার পাশে আছেন, এই এলাকার অভিভাবক।’

তিনি বলেন, ‘আমার বাবা ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র। তখন ঢাকার এই দুরবস্থা ছিল না। এখন ঢাকায় যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা সৃষ্টি করে এ শহরকে বসবাসের অযোগ্য করে তোলা হয়েছে। কারণ, জনগণের প্রতি এ সরকারের কোনো জবাবদিহি নেই। ভোটের মাধ্যমে এ সরকার নির্বাচিত হয়নি। তারা জোর-জবরদস্তি করে ক্ষমতায় এসেছে এবং নিজের উন্নয়নে ব্যস্ত।’

বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘কিছুদিন আগে আমাদের উত্তরের মেয়র প্রার্থীর ওপর হামলা করা হয়েছিল। বিভিন্ন সময় আমাদের কাউন্সিলর প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে। গতকাল নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। পরে স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আমাদের কর্মীদের গ্রেফতার করা হয়েছে। ধানের শীষের পক্ষে আমাদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, জাতীয়তাবাদী দলের জনপ্রিয়তা দেখে তারা এখন ভীত। সে কারণে তারা আমাদের বাধাগ্রস্ত করে ভিন্ন উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। সেটা আমরা গত জাতীয় নির্বাচনে দেখেছি।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কেউ ভয় পাবেন না, কোনো উসকানি দেবেন না। শান্তিপূর্ণভাবে সবাই ভোটকেন্দ্রে আসবেন এবং ভোটের মাধ্যমে এ সরকারের সন্ত্রাসী কার্যকলাপের জবাব দেবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং পরবর্তী যে আন্দোলন, সে আন্দোলনে যুক্ত হবো।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview