Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্যালিভার আর লিলিপুটের লড়ায়ে হেরে গেল লিভারপুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২০, ০২:২৩ PM
আপডেট: ২৭ জানুয়ারী ২০২০, ০২:২৩ PM

bdmorning Image Preview


শ্রেয়সবারি টাউন ফুটবল ক্লাব। ইংল্যান্ডের শ্রসফায়ার কাউন্টির একটি পেশাদার ক্লাব হলেও দলটি খেলে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের লিগ ওয়ানে। অন্যদিকে লিভারপুল হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা এবং শীর্ষে থাকা ক্লাব। এই দুই ক্লাবের লড়াই মানেই তো গ্যালিভার আর লিলিপুটের লড়াই।

কিন্তু গ্যালিভার লিভারপুলই কি না ধরাশায়ী হয়ে গেলো লিলিপুট শ্রেয়সবারির কাছে! ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শ্রেয়সবারির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।

শ্রেয়সবারির সঙ্গে ড্র করে এখন দারুন বিপদে লিভারপুল। পরের রাউন্ডে কে যাবে, তা নির্ধারণে ম্যাচটা আবারও অনুষ্ঠিত হবে।

দুর্বল প্রতিপক্ষ হওয়ার কারণে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লুপ একাদশ সাজাতে গিয়ে সালাহ-মানে-ফিরমিনোদের রাখেন সাইডবেঞ্চে। হার্ভি এলিয়ট, ডিভোক ওরিগি এবং নতুন আসা তাকিমো মিনামিনোকে মাঠে নামান।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। কুর্তিস জোন্স ১৫ মিনিটে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে দেয় অল রেডদের। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের টেবিল টপাররা।

৬৫ মিনিটে জ্যাসন কামিংস একটি গোল শোধ করেন শ্রেয়সবারির হয়ে। এরপর ৭৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে শ্রেয়সবারিকে সমতায় ফেরান তিনি। ম্যাচের বাকি সময় আর কেউ গোল করতে পারেনি।

জয়ের জন্য মরিয়া লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লুপ ৭৯ মিনিটে মোহামেদ সালাহ এবং ৮৫ মিনিটে মাঠে নামান রবার্তো ফিরমিনোকে। কিন্তু কাজের কাজ আর কিছুই হলো না।

Bootstrap Image Preview