Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতার অর্ধহাজার শিক্ষার্থীদের মাঝে পরিক্ষা উপকরন বিতরন!

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২০, ০৯:১৫ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০২০, ০৯:১৫ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নুরুল করিম জুয়েল অর্ধহাজার এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরন করেন। রবিবার (২৬ জানুয়ারী) সকাল ১০ টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরন করেন।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল কাদের মির্জা।উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক খাঁন, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল, সাধারন সম্পাদক আমির হোসেন বিএসসি,বামনি ডিগ্রি কলেজ অধ্যক্ষ রাহবার হোসেন,চরহাজারী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হুদা,হাজারীহাট আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মোহাম্মদ উল্যাহ প্রমুখ।

এসময় পরীক্ষা উপকরন স্বরুপ প্রত্যেক শিক্ষার্থীদের ফাইল,স্কেল, কলম,রুটিন বিতরন করা হয়। এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি সভাপতি সুলতান আহমদ চৌধুরী বাবুল বলেন,একজন সাবেক ছাত্রনেতা,একজন সমাজসেবক হিসেবে কাজটি নিশ্চয়ই ভালো।

 হাজারীহাট আলিম মাদ্রাসা অধ্যক্ষ মোহাম্মদ উল্যাহ বলেন,একজন ছাত্র নেতা হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে পরীক্ষা উপকরন দেখে আমাদের খুবই ভালো লাগলো।আমরা চাই,প্রতিটি ছাত্র রাজনীতিবিদ শিক্ষা কল্যানে ভুমিকা রাখুক।

জানা যায়, হাজারীহাট উচ্চ বিদ্যালয়,হাজারীহাট আলিম মাদরাসা,আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়,আছিয়া ক্যারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়,চরপার্বতী এস.সি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এ শিক্ষা উপকরন বিতরন করা হচ্ছে।এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রা এধরনের উদ্যোগ কে স্বাগত জানিয়ে নুরুল করিম জুয়েলের প্রশংসা করেন।

এদিকে নুরুল করিম জুয়েল বিতরন অনুষ্ঠানে বর্তমান সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সফল কার্যক্রম তুলে ধরে বলেন, সরকার শিক্ষার আলো সারা বাংলায় ছড়িয়ে দিতে বিনামুল্যে বই এবং উপবৃত্তি সহ নানান উদ্যোগ নিয়েছে।এছাড়াও শিক্ষার আলোয় সারা বাংলা আলোকিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

পত্র পত্রিকা লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ নেতা কর্মীরা স্ব উদ্যোগে পথ শিশুদের পড়াচ্ছেন।ঠিক তারই অংশ হিসেবে আমি ২০১১ সাল থেকে শুরু করে প্রতিবছর পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারো অর্ধহাজার শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরন করেছি। এসময় পরীক্ষা উপকরন হাতে পেয়ে পরীক্ষার্থীদের মাঝে অনেকটা আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Bootstrap Image Preview