Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সূর্যের দেখা মিললেও মেহেরপুরে শীত কমছে না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২০, ১০:৩৪ AM
আপডেট: ২২ জানুয়ারী ২০২০, ১০:৩৪ AM

bdmorning Image Preview


মেহেরপুরে গেল কয়েক দিন ধরে ঘন কুয়াশা পড়ছে। তবে বুধবার সকাল নয়টার দিকে কুয়াশা ভেদ করে সূর্যের আলো দেখা দিলেও শীতের তীব্রতা কমছে না।

সকাল নয়টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস। ভোর থেকেই কুয়াশা ভেদ করে হেডলাইট দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা।

এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আবারও খেটে খাওয়া দিনমজুর মানুষের কষ্ট শুরু হয়েছে। ভোরে কাজে বের হতে পারছে না অনেকে।

গাংনী উত্তরপাড়ার রং মিস্ত্রি রেজাউল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি বের হয়ে চায়ের দোকানে সময় পার করছি। ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় কাজে যেতে পারছি না।

এদিকে গেল কয়েকদিন ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা কমে যায়। সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার রাত থেকে তাপমাত্রা কমে গিয়ে শীত বাড়িয়ে দেয়।

Bootstrap Image Preview