Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাঁচ রুপি বেড়েছে আটার দাম, চিন্তায় ইমরান খানের সরকার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২০, ০৫:১৪ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০২০, ০৫:১৪ PM

bdmorning Image Preview


হঠাৎ করেই আটার দাম বেড়ে গেছে পাকিস্তানে। প্রতি কেজি ৬২ রুপিতে বিক্রি হচ্ছে আটা। গেল ডিসেম্বরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পণ্যটি। তাই রুটি খাওয়া নিয়ে চিন্তায় পড়েছেন পাকিস্তানের নাগরিকরা।

এমন পরিস্থিতিতে চিন্তায় পড়েছে ইমরান খানের সরকার। দেশটির প্রধান খাদ্যপণ্যটির এমন লাগাম টেনে না ধরতে পারায় সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে জনগণ। তাই গমের দাম কমাতে সব ধরনের পদক্ষেপ নেয়া শুরু করেছে পাক সরকার। তবু পণ্যটির দাম কমাতে ব্যর্থ হচ্ছে তারা।

দেশটির গণমাধ্যম জিওনিউজ জানিয়েছে, এক সপ্তাহেই দেশটিতে আটার দাম কেজিপ্রতি বেড়েছে পাঁচ রুপি। করাচি, লাহোর ও ইসলামাবাদ প্রায় সবখানেই ৬২ রুপির নিচে মিলছে না আটা। কোথাও কোথাও প্রতি কেজি আটার মূল্য ৭০ টাকা ছাড়িয়ে।

এমন আকাশছোঁয়া দামে মধ্যবিত্তের নাভিশ্বাস অবস্থা।

পাক গণমাধ্যমটি আরও জানায়, এক মাস আগেও করাচিতে ১ কেজি আটা কিনতে লাগত ৪৫ টাকা। এখন সেখানে ১ কেজি আটা কিনতে ৬২ থেকে ৭০ টাকা গুনতে হচ্ছে।

এমন দামবৃদ্ধিতে বিক্রেতারা বলছেন, গমের দাম হঠাৎই বেড়ে যাওয়ায় আটার দামও বেড়েছে। দাম কবে কমবে সে ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা নেই তাদের।

কিন্তু ব্যবসায়ীদের এমন বক্তব্য মিথ্যা বলে জানিয়েছে ইমরান খানের সরকার।

পাক সরকারের খাদ্য বিভাগ বলছে, গমের দাম ১ রুপিও বাড়েনি। সরকারি গুদামে চার মিলিয়ন টন গম মজুদ রয়েছে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে গমের দাম বাড়ার ভুয়া খবর ছড়িয়েছে।

দাম এক মাসে ৪৫ থেকে ৭০-এ ওঠার কোনো যুক্তি নেই বলে জানিয়েছে দেশটির খাদ্য অধিদফতর।

এ নিয়ে গত শনিবার বিভিন্ন প্রাদেশিক সরকারকে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে লাগাম টানার নির্দেশ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। কারা এ মূল্যবৃদ্ধির কারসাজিতে জড়িত তা চিহ্নিত করতে নির্দেশনা দেন।

কিন্তু ইমরান খানের এমন নির্দেশনার মাঝেই দেশটির রেস্তোরাঁ ও ধাবা মালিকরা সোমবার থেকে আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন।

পুরনো মূল্যে আটা সরবরাহ না করা হলে রুটি ও নানের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিতে বাধ্য হবেন বলে হুমকি দিয়েছেন তারা।

Bootstrap Image Preview