Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমুদ্র থেকে ফের উঠে এল সেই মাছ, সুনামির আতঙ্ক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ০৯:১৮ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ০৯:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আবারও সমুদ্রথেকে উঠে এল সেই মাছ। যাকে কি না জাপানের মানুষ মনে করেন, সমুদ্রের ভগবানের দূত।

জাপানি ভাষায় মাছটির নাম রিউগু নো সুকাই। জাপানিরা মনে করে এই মাছ সমুদ্রের তলদেশ থেকে বয়ে আনে ধ্বংসের বার্তা। কারণ, বিধ্বংসী সুনামির আগে সেবার এই মাছ সমুদ্র থেকে ডাঙায় উঠে এসেছিল। এবারও সমুদ্র থেকে উঠে এসেছে এই মাছ। ফলে ফের সুনামি আতঙ্ক ছড়াচ্ছে জাপানে।

মাছটি ধরা পড়েছে জাপানের তোয়ামা এলাকায়। ওরফিশ সাধারণত বিরল প্রজাতির মাছ। তবে বিজ্ঞানীরা সুনামির সম্ভাবনার যুক্তি উড়িয়ে দিয়েছেন ওরফিশের সঙ্গে।

কিন্তু জাপানের মানুষের একাংশ বিশ্বাস করে, ওরফিশ সমুদ্র থেকে উঠে আসে কোনও অশনী সংকেত সঙ্গে নিয়ে। গতবারও ওরফিশ উঠে আসা কিছুদিনের মধ্যেই সুনামি হয়েছিল। খবর: জিনিউজ

Bootstrap Image Preview