Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে তুষারধসে নিহত অর্ধশতাধিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১০:১৪ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১০:১৪ AM

bdmorning Image Preview


পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ব্যাপক তুষারধসের ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক লোকের প্রাণহানি ঘটেছে। এবার রাজ্যের নীলুম উপত্যকার পাশাপাশি বেলুচিস্তান প্রদেশও ভয়াবহ রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম অঞ্চলগুলোতে মানবিক সহায়তা পৌঁছাতে বিলম্ব হওয়ায় সেখানে মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত ও আফগানিস্তানেও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। 

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া আরও কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছেন। এতে আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ৪০ জন। ভয়াবহ এই তুষারধসের ঘটনায় এরই মধ্যে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বেলুচিস্তান প্রদেশের কর্মকর্তারা জানান, সেখানে এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ১২ জন নারী ও সাত শিশু রয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জানুয়ারি) আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও অনেক অঞ্চলের সঙ্গে এখনো যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে সেখানে মানবিক সহায়তা পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে।

Bootstrap Image Preview