Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ১০:০১ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ১০:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আজ থেকে সারাদেশে আবারও শুরু হয়েছে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ। এ সময়ে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে ৩টি শৈতপ্রবাহের আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তা সোমবার থেকেই শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর এবং শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত নানারোগে।

অন্যদিকে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরপশ্চিমাংশে এবং নদী অববাহিকতায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৮.৮ এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৭.১। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Bootstrap Image Preview