Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোটি টাকা বেতনে গুগলে চাকরি পাচ্ছেন নর্থসাউথের শিক্ষার্থী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৭:৫৭ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


দারুণ সুযোগ-সুবিধা, আকর্ষণীয় বেতন, সন্তোষজনক কর্মপরিবেশ সবার মনেই গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করার আগ্রহ জাগায়। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে, এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গুগল।

আর সেই গুগলেরই ইঞ্জিনিয়ার হয়েছেন দেশের নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্র হাসিব আল মোহাইমিয়ান।

হাসিব অতি শিগগিরই কানায় সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেবেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে গ্র্যাব নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

নর্থসাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন হাসিব আল মোহাইমিয়ান। কোটি টাকার বেশি বেতনে গুগল প্রতিষ্ঠানে যোগ দিবেন তিনি।

এর আগে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাব্বির ইসমাঈল। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

এছাড়া গুগলে যোগ দিতে শিক্ষকতা পদ ছেড়ে দিয়েছিলেন একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাবির ইসমাইল।

শিক্ষকতা পেশা ছেড়ে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন সাবির। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

Bootstrap Image Preview