Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাম বদলালেন গ্রেটা থানবার্গ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১০:৩৬ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১০:৩৬ AM

bdmorning Image Preview


বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনের সাড়া জাগানো কিশোরী নেতা গ্রেটা থানবার্গ টুইটারে তার নাম বদল করেছেন। নিজের নাম রেখেছেন ‘শ্যারন’। গেম শোতে অংশ নেওয়া এক প্রতিযোগীর সম্মানে তিনি এমন নাম বদল করেন।

প্রতিযোগীর নাম আমান্ডা হেন্ডারসন। বিবিসির সেলিব্রেটি মাস্টারমাইন্ডে তিনি গেম শোতে অংশ নেন। তাকে প্রশ্ন করা হয় বিশ্বকে জাগানো কিশোরী জলবায়ু আন্দোলনকারীর নাম কী। উত্তরে হেন্ডারসন অনুমান করে বলেন, ‘... শ্যারন’। এমন দৃশ্য ৫০ লাখের বেশিবার দেখা হয়েছে।

ওই ভিডিও ক্লিপটি ঘুরে ঘুরে গ্রেটার চোখেও পড়ে। শুক্রবার তার জন্মদিনও ছিল। এদিন তিনি তার নাম শ্যারন হিসেবে বদলে ফেলেন।

মজা করে টুইটারে নিজের পরিচিতি বদল করতে গ্রেটাকে আগেও দেখা গেছে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন, ‘গ্রেটার উচিত রাগ সামলাতে শেখা। আর বন্ধুকে নিয়ে পুরনো দিনের সিনেমা দেখা।’ এরপরই গ্রেটা টুইটারে তার পরিচিতিতে লিখেছিলেন যে, ‘কিশোরী রাগ সামলাতে শিখছে। এখন মজা করে বন্ধুদের নিয়ে পুরনো দিনের সিনেমা দেখছে।’

তার আগের সপ্তাহে তিনি পরিচিতিতে নিজেকে ‘পিরালহা’ বলে উল্লেখ করেন। কারণ তখন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো ওই নামে তার সমালোচনা করেন।

Bootstrap Image Preview