Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাত সকালে অঝোরে বৃষ্টি বাড়িয়েছে শীত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ১০:৩১ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ১০:৩১ AM

bdmorning Image Preview


গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকলেও সূর্যের দাপট ছিল বেশ। কিছুটা কমেছিল ঠান্ডার প্রকোপ।

এদিকে শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অঝোরে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে ঠান্ডা বৃদ্ধি পেয়ে জনজীবনে স্থবিরতা নেমেছে। কর্মজীবী মানুষদের ঘর থেকে বের হতে বেগ পেতে হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমে আসতে পারে।

ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ঢাকায় ২৮ ডিগ্রি সেলসিয়াস।

Bootstrap Image Preview